নাটোরে মাদক বিক্রি ও সেবনের দায়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার রাতে র্যাব-৫ এর একটি দল জেলার গুরুদাসপুর উপজেলার চাঁকৈড় বাজার এলাকা থেকে তাদের আটক করে। এসময় দুইশ গ্রাম গাঁজা ও তাস উদ্ধার করা হয়। পরে র্যাবের ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল ইসলাম তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।
র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি আজমল হোসেন বলেন, র্যাবের একটি অপারেশন দল জেলার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক বিক্রি ও সেবন করার সময় মজনু সরদার, গোলাম মোস্তফা আব্দুল হামিদ মোঃ রফিক, আঃ হালিম বিশ্বাস, মোঃ রফিক, ময়েন উদ্দিন খলিফা, মোঃ ফজলু, তৌহিদুল ইসলাম প্রাং, মোঃ ফজলু, মইনুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল ইসলাম তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। এসময় ভ্রাম্যমান আদালতের নির্দেশে উদ্ধারকৃত আলামত সমূহ ধ্বংস করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান