বগুড়ার সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের জামথল চরে পুকুরে ডুবে মিনাল মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে সবার অজান্তে বাড়ির পার্শ্বে পুকুরে পড়ে গেলে তার মৃত্যু হয়। সে জামথল গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
বগুড়ার সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের জামথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম মুকুল জানান, পুকুর পাড়ে খেলা করা সময় সে সকলের অগোচরে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা শিশুটির লাশ দেখতে পেয়ে উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার