ঝিনাইদহ সদর উপজেলার মির্জাপুর গ্রামে বজ্রপাতে শাকিল হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কামতাগ্রামের মাঠে ফুটবল খেলা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল হোসেন মির্জাপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। সে (চুলকানী বাজার) জিয়ানগর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
আহতরা হলো- একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জুবায়ের হোসেন (১৫), বাদশা মন্ডলের ছেলে সজিব হোসেন (১৪) ও বোরহান উদ্দিনের ছেলে সাকিব হোসেন (১৫)।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, দুপুরে বৃষ্টির মধ্যে কামতা গ্রামের মাঠে শাকিল ও তার বন্ধুরা ফুটবল খেলছিল। এসময় বজ্রপাতে শাকিল ঘটনাস্থলেই নিহত ও তিন জন আহত হয়। গ্রামবাসী আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার