বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুই বয়স্ক নারী-পুরুষের পরিচয়হীন লাশ নিয়ে বিপাকে পড়েছে থানা পুলিশ। আজ বুধবার সকাল ৯ টার দিকে কে বা কারা ৬০ থেকে ৬৫ বছরের একজন পুরুষ ও নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে রেখে চলে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আহত ওই নারী পুরুষকে ডাক্তার দেখালে তাদেরকে মৃত ঘোষণা করেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ বগুড়া সদর থানা পুলিশ কর্মকর্তাদের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের ময়নাতদন্তের ব্যবস্থা গ্রহণ করেন। কিন্ত লাশের নাম পরিচয় না পাওয়ায় বেকায়দায় পড়েছেন পুলিশ সদস্যরা। লাশের পরিচয় খুঁজে বের করতে পুলিশ কর্মকর্তারা বগুড়া প্রেসক্লাব সহ বিভিন্ন সংবাদপত্র ও স্থানে সংবাদ পৌঁছে দিচ্ছে।
বগুড়া সদর থানার এসআই রেজাউল করিম জানান, আজ সকাল ৯টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের খবর পেয়ে হাপাতালে যাই। কিন্তু দুর্ঘটনায় নিহত ওই নারী-পুরুষের নাম ঠিকানা না পেয়ে তাদের নাম ঠিকানা খুঁজে পেতে সংবাদিকসহ বিভিন্ন স্থানে সংবাদ দেয়া হচ্ছে, যেন তাদের পরিচয় দ্রুত পাওয়া যায়। একই সাথে দেখা হচ্ছে, কোথায় কিভাবে, কোন দুর্ঘটনায়, না কোন ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। তাদের লাশ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার