দিনাজপুরের বিরামপুর মোছা. রুমী আকতার (২৬) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শফিকুল ইসলাম বাবুর (৩০) বিরুদ্ধে। যদিও আত্মহত্যা বলে স্বামীর পরিবারের পক্ষ হতে দাবি করা হয়। তবে এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী শফিকুল ইসলাম বাবু পলাতক রয়েছেন।
আজ বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের চৌঘুরীয়া গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসীর জানান, জেলার পার্বতী উপজেলার হাবড়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মো.আইয়ুব আলীর মেয়ে মোছা. রুমী আকতার (২৬) সঙ্গে দীর্ঘ ছয় বছর আগে বিয়ে হয় শফিকুল ইসলাম বাবুর সাথে। বিয়ের পর থেকেই প্রায়ই সংসারে বিবাদ লেগেই থাকত।
স্থানীয় চেয়ারম্যান নাজির হোসেন জানান, ময়নাতদন্ত করলেই মূল ঘটনা বেরিয়ে আসবে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর জানান, ঘটানাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে আনা হয়েছে। তবে, ময়নাতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার