রাঙামাটি নানিয়ারচর উপজেলার উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংতি সমিতির একাংশ এমএন লারমা গ্রুপ অর্থাৎ সংস্কারপন্থী সমর্থীত প্রার্থী প্রগতি চাকমা (আনারস)। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আব্দুল লতিফ শেখ তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচনে বিজয়ী প্রগতি চাকমা পেয়েছেন ১৪ হাজার ৪শ' ৮৬ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থীত প্রার্থী প্রণতি চাকমা (কাপ পিরিচ) পেয়েছেন ৮ হাজার ১৫ ভোট। এছাড়া ইউপিডিএফের অপর স্বতন্ত্র প্রার্থী কল্পনা চাকমা (দোয়াত কলম) পেয়েছেন ৪শ' ৩৬ ভোট।
আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
রাঙামাটি নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙমাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নিবার্চনে ভোট কেন্দ্র ছিল ১৪টি। আর এ উপজেলায় ভোটার সংখ্যা ৩২ হাজার ৮৫৪। তন্মধ্যে পুরুষ ১৭০০৮ এবং নারী ১৫৮৪৬ জন।
নানিয়ারচর উপজেলা নির্বাচনে অংশ নেয় তিন স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন- আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থীত প্রার্থী প্রণতি চাকমা (কাপ পিরিচ), একই গ্রুপের অপর আর এক প্রার্থী কল্পনা চাকমা (দোয়াত কলম) ও এমএন লারমা (সংষ্কারপন্তি) গ্রুপের সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রগতি চাকমা (আনারস) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
এ ব্যাপারে নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোয়ালিটি চাকমা জানান, আজ সকাল থেকে ভোটারা প্রতিটি ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। উৎসাহ-উদ্দীপনার মধ্যেই ভোটারা ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। বিভিন্ন কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল। তবে ভোট কার্যক্রম চলাকালে কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল লতিফ শেখ জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটকেন্দ্র এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছিল। পুরো উপজেলা মিলে পর্যাপ্ত সেনাবাহিনী, পুলিশ, র্যাব-৭ ও বিজিবির টহল জোড়দার ছিল। তাই কেউ ইচ্ছে করেও সহিংসতা সৃষ্টি করতে পারেনি। এছাড়া সবকটি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তাই এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, গত ৩ মে নিজ কার্যালয়ের সামনে গুলিতে নিহত হয়েছিলেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও এমএন লারমা গ্রুপের সহ-সভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমা। এতে পদটি শূন্য হওয়ায় উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার