কক্সবাজার পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মুজিবুর রহমান ৪১ হাজার ২৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে রফিকুল ইসলাম পেয়েছে ৯ হাজার ৯৮০ ভোট।
নাগরিক কমিটির প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে সরওয়ার কামাল পেয়েছে ৩ হাজার ৪৬৪ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হক ফলাফল ঘোষণা করে নৌকা প্রতীকের মুজিবুর রহমানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার