কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী চার বন্ধু নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দড়িচরিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাব্বির (১৯), মাসুদ (১৭), দিপু (১৭) ও অন্তর (১৭)।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানা স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার রাতে কটিয়াদী থেকে একই মোটরসাইকেল করে বাড়ি যাচ্ছিল ওই চার বন্ধু। উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দড়িচরিয়াকোনা এলাকায় যেতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যায়।
পরে আহত অবস্থায় অন্তরকে বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়।
বিডি প্রতিদিন/ ২৬ জুলাই ২০১৮/ ওয়াসিফ