শেখ হাসিনা উন্নয়ন দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার বিকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি’র নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুনার রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোছনা আরা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা: মুনুর আহমেদ প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নতি, মহাকাশ বিজয়, গ্লোবাল উইমেন্স লিডারশীপ এওয়ার্ড ও আসানসোল কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সূচক ডিগ্রী অর্জন করতে সক্ষম হয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার
জন্য জনগনের প্রতি আহবান জানান বক্তরা।
বিডি প্রতিদিন/ ২৬ জুলাই ২০১৮/ ওয়াসিফ