সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী ও কলারোয়া থানার ওসি মারুফ আহমেদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকডাঙ্গা গ্রামের নাছির উদ্দিনের ছেলে দেলোয়ার তার বাড়ীর ছাদে পোল্ট্রি ফার্ম করার জন্য ঘর তৈরি করছিল। এসময় একই গ্রামের আবুল কাশেমের ছেলে মিস্ত্রি সিরাজুল ইসলাম একটি বাঁশ সরাতে গিয়ে বাড়ীর ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তাঁরে লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে ছাড়াতে গিয়ে বাড়ীর মালিক দেলোয়ার হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে আহত অবস্থায় সিরাজুল ইসলাম (৬০) ও দেলোয়ার হোসেনকে (২৭) হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান