বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে অভিযোগ এনে তা প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, যুগ্ম সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ বেপারী, জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটন, সিনিয়র সহ-সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন ভুলু প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন