বগুড়া সদরের ফাঁপোরে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে আরেক অজ্ঞাত তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের শহরদীঘি গ্রামের মহিলা মাদ্রাসার সামনে ফসলি জমি থেকে অজ্ঞাত তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বগুড়ার ফাঁপোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মহররম আলী জানান, আজ বৃহস্পতিবার ভোর বেলা অজ্ঞাত পরিচয় এক তরুণীর মৃতদেহ জমির উপর পড়ে থাকতে পুলিশে জানানো হয়।
বগুড়া সদর থানার ওসি এস.এম বদিউজ্জামান জানান, তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার পড়নে কমলা রঙের সালোয়ার ও লাল রঙের কামিজ ছিল। তার পরিচয় উদ্ধারে চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগে গতকাল বুধবার সদর উপজেলার নামুজা থেকে আরেক অজ্ঞাত যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দুই অজ্ঞাত তরুণীর নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটলো।
বিডি প্রতিদিন/এ মজুমদার