পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুর থেকে কবিতা রানী নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে দেবীগঞ্জ উপজেলার পামুলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং ডাঙ্গা পাড়া গ্রামের রাজেন্দ্র নাথের মেয়ে।
পরিবারের সদস্যদের অভিযোগ, ওই এলাকার সুরুজ আলীর ছেলে আনিসুর রহমান কবিতা রানীকে বিভিন্ন সময় বিরক্ত করতো। বুধবার গভীর রাতে তার বড় বোন কবিতাকে ঘরে দেখতে না পেয়ে বাবা-মাকে জানায়। অনেক খোঁজ-খবর করার পর আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের পুকুরে কবিতার লাশ দেখতে পায় তারা। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা পুকুর থেকে লাশ তুলে বাড়িতে নিয়ে এসে পুলিশকে খবর দেয়।
কবিতার চাচা ডালিম জানান, আনিসুর কবিতাকে উত্যক্ত করতো। কবিতাকে হত্যা করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ি থেকে কবিতার লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে ঘটনার পর থেকে আনিসুর রহমান পলাতক রয়েছে। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।
দেবীগঞ্জ থানার এসআই আনারুল ইসলাম জানান, খবর পেয়ে বাড়ি থেকে কবিতা রানীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রির্পোটের উপর ভিত্তি করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
বিডি প্রতিদিন/এ মজুমদার