ব্যাপক আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে ছিটমহল বিনিময়ের তৃতীয় বর্ষপূর্তি পালন করছে পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। এ উপলক্ষ্যে সদর উপজেলার বিলুপ্ত গাড়াতি ছিটমহলের মফিজার রহমান কলেজ মাঠে শহীদ মিনারে ৩১ জুলাই রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ, মশাল ও ৬৮টি মোমবাতি প্রজ্জ্বলন এবং বিশেষ মোনাজাত করা হয়।
বুধবার সকালে মফিজার রহমান ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদযাপন শুরু করে ছিটমহলের অধিবাসিরা। পরে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়। বিলুপ্ত ছিটমহলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এহেতেশাম রেজা ও বিলুপ্ত গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান মফিজার রহমানসহ বিলুপ্ত ছিটমহলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। এছাড়া দিনব্যাপী বিভিন্ন খেলাধুলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৪ এর স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশে ও ভারতের মধ্যে বিনিময় হয় ১৬২টি ছিটমহলের।
এতে দুই দেশেরই মানচিত্র পূর্ণতা পাওয়ার পাশাপাশি হাজার হাজার দেশহীন নাগরিক তাদের নাগরিকত্ব পায়। দীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ জীবন থেকে মুক্তি পায় তারা ।
বিডি প্রতিদিন/ফারজানা