সিরাজগঞ্জে র্যাব-পুলিশ যৌথভাবে মহাসড়কে ফিটনেসবিহীন অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানে নেমেছে। বুধবার সকাল ১১টা থেকে মহাসড়কের গোলচত্তর এলাকায় অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্বে দেন র্যাব-১২ এর সিরাজগঞ্জের ক্যাম্প কমান্ডার সাকিবুল হাসান খান। র্যাবকে সহযোগীতা করছেন হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ।
যৌথ অভিযানে বিভিন্ন যানবাহনে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইবাছাই করা হয়। এতে অধিকাংশ যানবাহনের চালক তাদের পরিচয়পত্র ও যানবাহনের কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডার সাকিবুল হাসান খান জানান, যে সকল যানবাহনের চালক কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/১ আগস্ট ২০১৮/হিমেল