নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাবিনুননেসা (৩৮) নামে এক নারী নিহত ও আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে শিবপুর উপজেলার কামারটেক বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তাসলিমা (২২) ও হাসেন উদ্দিনের (৩২) নাম জানা গেছে। তারা জানান, মাইক্রোবাসে করে তারা ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন। পথে কামারটেক বাসস্ট্যান্ডে পৌঁছার পর সামনে থেকে তিতাস পরিবহনের একটি বাস তাদের গাড়ির ওপর উঠে যায়। এতে ঘটনাস্থালেই একজনের মৃত্যু হয়।
হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শফিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসের অন্য যাত্রীরা কম-বেশি আহত হলেও চালকের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম