‘মাদককে না বলুন’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় দুই দিন ব্যাপি মাদকবিরোধী সাইক্লিং প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা টাউন মাঠ সংলগ্ন সড়কে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। সদর উপজেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ নেন।
প্রথম দিন ৮টি বিভাগে ধীরে সাইকেল চালানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী।
বিডি প্রতিদিন/ফারজানা