দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় অজ্ঞাত (৩০) এক নারী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে হাকিমপুরের হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোষ্টের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশসহ স্থানীয়রা জানায়, ওই নারী রাস্তা পারাপারের সময় হিলি স্থলবন্দর থেকে মালামাল খালাস করে ফিরে যাবার সময় ভারতীয় একটি ট্রাকের (ডব্লিউ বি-২৩ বি-৭১৮৭) নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
হাকিমপুর থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ এর সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠিয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/১ আগস্ট ২০১৮/হিমেল