শোকের মাস আগস্টের প্রথম প্রহরে ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় বরিশালে আলোক প্রজ্জলন করেছে আওয়ামী লীগ। পরে তারা নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে ১৫ আাগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় গত মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে নগরীর প্রাণ কেন্দ্র সদর রোডের বিবির পুকুর পাড়ে মোমবাতি প্রজ্জলন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, নবনির্বাচিত সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন জাতীয় জনক বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। ওই রাতে ঘাতকের গুলিতে শহীদ হন বরিশাল সিটির নবনির্বাচিত মেয়র সাদিক আবদুল্লাহ’র বড় ভাই বাবু সুকান্ত এবং গুলিতে আহত হয়েও প্রাণে বেঁচে যান সাদিকের মা শাহানআরা আবদুল্লাহ।
বিডি প্রতিদিন/এ মজুমদার