বগুড়ার ধুনট উপজেলায় মারপিট ও চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি দুই স্কুলশিক্ষককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার বিকেলে বগুড়া জেলা শিক্ষা কর্মকতা একেএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বরখাস্তের আদেশ ধুনট উপজেলা শিক্ষা কর্তকর্তার (টিও) কার্যালয়ে পাঠানো হয়েছে।
সাময়িক বরখাস্তকৃত শিক্ষকরা হলেন, ধুনট উপজেলার পারলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিন্নাত বেগম আদরী ও মাদারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী গোলাপ।
বগুড়ার ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) কামরুল হাসান জানান, গত ১৬ জুলাই সাময়িক বরখাস্তকারিদের বিরুদ্ধে জমিজমা বিষয় নিয়ে ফৌজদারি মামলা দায়ের হয়। এ মামলার আসামি হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করে ২৫ জুলাই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পত্র পাঠানো হয়েছিল।
জেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের আদেশের পত্রটি ২ শিক্ষককে দেওয়া হয়েছে। তবে বরখাস্তকালীন চাকরি বিধি মোতাবেক ২ শিক্ষক খোরাকি ভাতাসহ অন্যান্য ভাতা পাবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার