পূর্বঘোষণা ছাড়াই শুক্রবার সকাল থেকে রাজধানী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিকেরা। এতে করে ঢাকা-চট্রগ্রাম-সিলেট মহাসড়ক এখন অনেকটাই ফাঁকা। শুক্রবার সকাল ৮টার দিক ঢাকা-চট্রগ্রাম-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট শিমরাইল মোড়ে অবস্থান নেন পরিবহন শ্রমিকরা। এসময় তারা দূরপাল্লারসহ সকল যাত্রীবাহি যানবাহন চলাচলে বাধা দেন। এবং বাস মিনিবাস থেকে যাত্রী নামিয়ে দেন।
এদিকে শুক্রবার বেলা ১১টার দিকে শিমরাইল মোড়ে সরেজমিনে দেখা গেছে, শত শত পরিবহন যাত্রী গণপরিবহনের জন্য অপেক্ষা করছেন। অনেকে গণপরিবহন না পেয়ে পায়ে হেঁটে অথবা বিকল্প হিসেবে ব্যাটারী চালিত রিক্সা, পিকআপ, লেগুনায় করে গন্তব্যে যাচ্ছেন। হঠাৎ বাস বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগ এর নারায়ণগঞ্জ জেলা কমিটি সভাপতি জসিম উদ্দিন আহমেদ চৌধুরী জানান, সড়ক মহাসড়কে পরিবহন শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় কেন্দ্রীয় ভাবে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। পরিবহন শ্রমিকরা এই পরিস্থিতিতে যানবাহন চালাতে যাচ্ছে না।
সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) আমিনুল ইসলাম জানান, সকালে শিমরাইল মোড়ে পরিবহন শ্রমিকদের জামেলা খবর পেয়ে এসে আমরা কাউকে পাইনি। এখন পরিস্থিতি সাভাবিক রয়েছে।
এদিকে নোয়াখালী থেকে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার সব ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বিভিন্ন পরিবহণের কাউন্টারে এসে যাত্রীদেরকে নিরাশ হয়ে ফিরে যেতে দেখা যায়। কিছু কিছু কাউন্টারে দায়িত্বরত কর্মচারীদেরকে অলস সময় কাটাতে দেখা যায়। সড়কে লোকান কিছু বাস ছাড়া খুব একটা যানবাহন দেখা যায়নি। সড়ক ও বাস টার্মিনালগুলোতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োজিত রয়েছে।
বিডি প্রতিদিন/ওয়াসিফ/ফারজানা