রাজবাড়ির পশ্চিম মুলঘর এলাকা থেকে দাদি ও নাতনির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নিজ ঘর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত দাদির নাম সাহিদা বেগম (৪৫) এবং নাতনির নাম লামিয়া (৫)। তারা দুইজন ওই বাড়িতে বসবাস করতেন। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাদের গলা কেটে হত্যা করে।
রাজবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাশ দুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ওই দাদি ও নাতনি ঘুম থেকে না উঠলে প্রতিবেশীরা তাদের ডাকতে ঘরে গেলে ঘরের দরজা খোলা অবস্থায় পায়। এ সময় প্রতিবেশীরা ঘরের ভেতর দাদি ও নাতনির গলা কাটা লাশ দেখতে পান। পরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে লাশ দুটি উদ্ধার করে রাজবাড়ি থানা পুলিশ। লাশ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম