নাটোরে ২০ মাদকসেবী ও জুয়াড়িকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে জেলার দয়ারামপুর ও আব্দুলপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতে নাতে আটক করে র্যাব-৫ এর ভ্রাম্যমাণ আদালত। পরে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাদের আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আটককৃতরা হলো সেলিম (৪৫), মো. খোকন (৩৫), মো. রানা (৩৫), মো. রকি (২২), মো. মিন্টু (৩৮), মো. রেজাউল (৪৫), মো. আঃ আলিম (৫০), দুলু (৪৫), অশোক (৩৫), লালভান (২৫), গনেশ (৫৫), শাহাবুল (৩২), বাবুল হোসেন বাবু (৩০), বিশ্বনাথ (৪৫), হাফিজ (৩২), শাহাদুল (৩৭), সোহাগ (২২), বাচ্চু (৪০), মো. জালাল (৪৮), ও মো. আলী হায়দার (৪৫)।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মো. আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানকালে বেশ কিছু মাদক দ্রব্য, জুয়া খেলার সরঞ্জাম ও নগদ সাড়ে ১১ হাজার টাকা জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা