নিরাপত্তার অজুহাত দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে আজ শুক্রবার সকাল থেকে জেলা শহরের ঢাকা বাস টার্মিনাল, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মহানন্দা বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি।
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান জানান, রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে মুখে পড়ে বিভিন্ন পরিবহন। এজন্য কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আজ শুক্রবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে, বাস চলাচল বন্ধ রাখার ব্যাপারে আগাম কোনো মাইকিং না করায় দূর-দূরান্ত থেকে আগত শত শত যাত্রী বাসস্ট্যান্ডে এসে চরম দুর্ভোগের মধ্যে পড়েন। আর যাত্রীরা বাস না পেয়ে কেউ কেউ অটোরিকশায় যাত্রা করছেন। তবে দূরের যাত্রীরা অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম