কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও মহেষখালীয়াপাড়া এলাকার নুরুল ইসলামের বসতবাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে টেকনাফ সদরের মহেষখালীয়াপাড়া গ্রামের এ ঘটনাটি ঘটে। এতে টিনশেড বাড়ির, ধান, চাউল, কাপড় ও আসবাবপত্রসহ ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানান, রাত ১টার দিকে একদল দূর্বৃত্তরা অস্ত্রেসজ্জিত হয়ে পেট্রোল ও কেরোসিন দিয়ে সদর ইউনিয়নের সাবেক সদস্য নুরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় তার পরিবারের সদস্যরা বাইরে থাকায় প্রাণে রক্ষা পায় তারা। আগুন দেখে আশে পাশের লোকজনের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টা ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে।
সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, গত কয়েক বছর ধরে প্রতিপক্ষ ও চাচাত ভাইয়ের ছেলে আবুল বশর, তার ছেলে মো. ইব্রাহিম, সাইফুল ইসলাম, রশিদ আহমদ, তজিল আহমদ, বশির আহমদের সঙ্গে বিভিন্ন ধরনের বিরোধের জের ধরে এ পর্যন্ত হত্যাসহ সাতটি মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করছে। একাধিকবার বাড়িতে ও আমাকে হত্যার উদ্দেশ্যে গুলিও করা হয়।
সর্বশেষ গত ১৪জুন আমিসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে। এ সুযোগে গভীর রাতে তারা পেট্রোল ও কেরোসিন দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তস কৃতি রঞ্জন বড়ুয়া জানান, ক্ষয়ক্ষতি প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার মতো নির্ধারণ করা হয়েছে। তবে এ অগ্নিকান্ডের ঘটনায় পাশের আরেকটি বাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আধিপত্য বিস্তার ও পূর্বশক্রতার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর