বাগেরহাটের মোরেলগঞ্জে জাহাঙ্গীর খাঁ (৪৫) নামে এক কাঠ ব্যবসায়ীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে মহিষপুরা পুলিশ ফাঁড়ির অদূরে পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ৪ সন্তানের পিতা নিহত জাহাঙ্গীর হোগলাপাশা গ্রামের কালু খাঁর ছেলে।
মোরেলগঞ্জ ও পিরোজপুর সীমান্তের বলেশ্বর নদীর চর দখল করে ঘের ব্যবসাসহ নানা বিরোধের কারণে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে থানা পুলিশ।
নিহতের স্ত্রী বিউটি বেগম বলেন, প্রতিদিনের ন্যায় বসতবাড়ি সংলগ্ন মৎস্য ঘের পাহারা দিতে যান জাহাঙ্গীর। রাত ১১টার দিকে আকস্মিকভাবে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আশংকাজনক অবস্থায় রাত ১২টার দিকে পার্শ্ববর্তী পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশী শত্রুপক্ষের লোকেরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও দাবি বিউটি বেগমের।
মোরেলগঞ্জ থানার ওসি ঠাকুর দাস মন্ডল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, পিরোজপুর হাসপাতালে লাশের ময়না তদন্ত করানো হবে এবং মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন