রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অবস্থান নিয়ে শনিবার মহাসড়কে চলাচলকারী বাস-ট্রাক, অটোরিকশা, মোটরসাইকেলসহ সরকারি গাড়ির কাগজপত্র পরীক্ষা করে শিক্ষার্থীরা। এ সময় কাগজপত্র না থাকায় সরকারি চালকসহ বিভিন্ন চালককে নাজেহাল করা হয় এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়া হয়।
আন্দোলনে নবাবগঞ্জ সরকারি কলেজ, শাহনেয়ামতুল্লাহ কলেজ, সরকারি মহিলা কলেজ, সিটি কলেজ, ফুলকুঁড়ি উচ্চ বিদ্যালয়, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এদিকে গত শুক্রবার থেকেই দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পরে বেলা ১২টার দিকে সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. ইকবাল হোসেন শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে বক্তব্য রাখার পর বেলা একটার দিকে শিক্ষার্থীরা ফিরে যায়।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৮/মাহবুব