ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা সড়কে তুহিন পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে মহেশপুর-ভৈরবা সড়কের সস্তার বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতদেরকে তাৎক্ষণিকভাবে স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ১৫জন আহতের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান