নোয়াখালীতে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে জেলা শহরের প্রধান সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে।
সকাল ১১টার দিকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা জেলা শহর মাইজদীতে জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শিক্ষার্থীরা শহরের কোর্টবিল্ডিং মোড়ে প্রধান সড়কে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করছে।
অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট ও সড়কে পরিবহন ধর্মঘট চলাকালে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার ঘবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন