ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের পাশের একটি পুকুর পাড় থেকে অজ্ঞাত (৫০) এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১ টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান জানান, স্থানীয়রা শনিবার সকালে রেলস্টেশনের পাশের একটি পুকুর পাড়ে অজ্ঞাত মহিলার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তিনি জানান, এটি হত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে।
বিডি প্রতিদিন/৪ আগষ্ট ২০১৮/হিমেল