নিরাপদ সড়কের দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সকাল নয়টা থেকে এগারটা পর্যন্ত শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্তর চৌরঙ্গি মোড়ে দুই ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
“দাবী মোদের একটাই, নিরাপদ সড়ক চাই” শ্লোগানে কর্মসুচীতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কর্মসুচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ।
নিরাপদ সড়কের দাবীতে সোচ্চার এখন দেশের সব মানুষ। এজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী এবং সাধারণ ছাত্রদের নয় দফা দাবী দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানানো হয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর