নাটোর থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে অভ্যন্তরীণ ও দূর পাল্লার রুটে কোন বাস নাটোর থেকে ছেড়ে যায়নি। নিরাপত্তার অজুহাতে বাস বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। যাত্রীরা হরিশপুর ও মাদ্রাসা মোড় থেকে সিএনজি যোগে প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে গন্তব্যের দিকে রওনা হচ্ছেন, অথবা ফিরে যাচ্ছেন।
শনিবার (৪ আগস্ট) সকাল দেশের সাথে দ্বিতীয় দিনের মতো বাস যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সরেজমিনে হরিশপুর বাস টার্মিনাল ও মাদ্রাসা মোড় ঘুরে দেখা যায়, অনেক যাত্রীর ভিড় কিন্তু কোনো গাড়ি ছাড়ছে না, অনেকে সিএনজিযোগে প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে গন্তব্যের দিকে রওনা হয়েছেন।
নাটোর বাস মালিক-শ্রমিকদের অভিযোগ, রাস্তায় গাড়ি বের করলে ভাঙচুর করা হচ্ছে। এছাড়া লাইসেন্স যাচাইয়ের নামে চালক-শ্রমিকদের হয়রানি ও মারধর করা হচ্ছে। এ কারণে চালক-শ্রমিকরা ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে চাচ্ছেন না।
বিডি প্রতিদিন/৪ আগষ্ট ২০১৮/হিমেল