বরগুনা সদর উপজেলার রায়ভোগ মরখালী গ্রাম থেকে রাতে অস্ত্রের মুখে তুলে নেয়া আতিকুর রহমান শাওন নামের এই যুবকের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। শনিবার সকাল ১০ টায় বরগুনা প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এলাকাবাসি ও মামলার বিবরণ সুত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ মরখালী গ্রাম থেকে ১২ জুলাই রাত আনুমানিক ২ টার দিকে ১০-১২ জন অস্ত্রধারী ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আতিকুর রহমান শাওনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। তুলে নেয়ার ২২ দিনেও কোনো সন্ধান না পাওয়ায় এলাকাবাসি আতিকুর রহমানের সন্ধানের দাবিতে এক মানববন্ধন কমসূচি পালন করেন ।
ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল হক স্বপন এর সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, নাজমুন নাহার লাকি, ইউপি সদস্য জসীম মাতুব্বার, শানু মাতুব্বর, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানবীর হোসেন সহ রায়ভোগ মরখালী গ্রামের বাসিন্দারা। অপহরনের পরের দিন বরগুনা সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে ২২ জুলাই বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অপহরনের অভিযোগে শাওনের মা নাজমুন নাহার লাকি বাদি হয়ে মামলা দায়ের করেন ।
মানববন্ধন চলাকালে শাওনের মা কান্নাজড়িত কন্ঠে বলেন ,আমার বাপ মরা ছেলেকে তোমরা ফিরিয়ে দেও। আমার ছেলে কোনো অপরাধ করতে পারে না। ছেলে ফিরে পাওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কমকতা মাসুদুজ্জামান জানান, আদালদতের নিদেশে মামলা নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার পরে শাওনকে উদ্ধারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর