নাটোরের সিংড়া উপজেলার সফল মৎস্যচাষী শাহাদত হোসেন সাবান এবছর জাতীয় মৎস্য সপ্তাহে জাতীয়ভাবে মৎস্য চাষে অবদান স্বরুপ স্বর্ন পদকে ভূষিত হয়েছেন। সম্প্রতি ঢাকায় জাতীয় জাদুঘর মিলনায়তনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
জানা যায়, ১৯৯৮ সাল থেকে তিনি মৎস্য চাষ শুরু করেন। প্রথমে দিকে অক্লান্ত পরিশ্রম,সততা আর মানুষের সহযোগিতায় এগিয়ে যান, আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৫ সালে তাকে উপজেলা পর্যায় শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে পুরস্কৃত করে মৎস্য বিভাগ।
এরপর তিনি আরও উদ্দ্যোমে মাছ চাষে ঝুকে পড়েন। বর্তমানে তিনি ১২ টি পুকুরে মাছ চাষ করেন। বিভিন্ন সময়ে তার খামার পরিদর্শন করেন জেলা মৎস্য বিভাগসহ উদ্ধর্তন কর্তৃপক্ষ।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবুবক্কর জানান, তিনি একজন সফল মৎস্য চাষী, বছরে তিনি প্রায় ৩০০ মেট্রিট ট্রন মাছ উৎপাদন এবং বিক্রয় করেন। দীর্ঘদিন থেকে সফলতার সাথে তিনি মাছ চাষ করে যাচ্ছেন। বিশেষ করে কার্প জাতীয়, গুলশা এবং পাবদা জাতীয় মাছ চাষে তার সাফল্য রয়েছে। এ সাফল্য অন্যদের অনুপ্রেরণা দিবে বলে তিনি মনে করেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর