মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকার একটি খাল থেকে সমেলা খাতুন (৮৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজবিকেলে সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
সমেলা ওই এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/৭ আগষ্ট ২০১৮/হিমেল