নেত্রকোনায় রবীন্দ্র চর্চা কেন্দ্রের উদ্যোগে রবীন্দ্রনাথের ৭৮তম মহাপ্রয়াণ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বিকালে শিক্ষাবিদ যতীন সরকারে বাসভবন বানপ্রস্থে কবি গুরুর গদ্য কাব্য নিয়ে আলোচনা করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এতে শ্যামলী কাব্য নিয়ে সমালোচনা করেন শিক্ষাবিদ যতীন সরকার। রবি ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে তাঁর চারটি কাব্য নিয়ে আলোচনা করেন চর্চা কেন্দ্রের সভাপতি মতীন্দ্র সরকার, হারাধন সাহা, স্বপন পাল, জেসমিন আক্তার, মো. খাইরুল হক, শাহ মো. আব্দুল বাকী,আব্দুর রাজ্জাক, ইথিলা রাহা প্রমুখ।
আলোচনা শেষে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন কবি স্বপন পাল, কবি আব্দুর রাজ্জাক, অরন্য কিশোর দে সহ অন্যরা। এছাড়াও রবীন্দ্রসংগীত পরিবেশন করেন তনুশ্রী সরকারসহ রবীন্দ্র চর্চা কেন্দ্রের অন্যান্য শিল্পীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার