বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, সরকার কোমলমতি শিক্ষার্থীদের উপর গুন্ডাবাহিনী লেলিয়ে দিয়ে তাদের উপর জুলুম-নির্যাতন চালিয়ে আন্দোলন থামিয়েছে। শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের গুন্ডা বাহিনী যেভাবে আক্রমন চালিয়েছে তার নিন্দা জানানোর ভাষা নেই। এই সরকার শিক্ষার্থীদের আন্দোলনেই ভীত হয়ে পড়েছে।
মঙ্গলবার বিকেলে ফরিদপুরের ময়েজ মঞ্জিলে কোতয়ালী থানা যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় কামাল ইবনে ইউসুফ আরো বলেন, শিক্ষার্থীদের আন্দোলন সরকার বিরোধী আন্দোলন ছিল না, কিন্তু সরকারী পেটোয়া বাহিনী দিয়ে যেভাবে এ আন্দোলনকে দমন করেছে তা নজীরবিহিন। এই সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এই সরকারের কোন অধিকার নেই ক্ষমতায় থাকার। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেবারও আহবান জানাচ্ছি।
কোতয়ালী থানা যুবদলের সভাপতি নাজমুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এএফএম কাইয়ুম জঙ্গী, জাফর হোসেন বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, কোতয়ালী বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী যুবদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদ আল ফারুক, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু প্রমুখ। মতবিনিময় সভায় ফরিদপুর কোতয়ালী থানা যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৭ আগষ্ট ২০১৮/হিমেল