কক্সবাজারের টেকনাফে র্যাব ও কোস্টগার্ড সদস্যদের পৃথক অভিযানে ৭১ হাজার ২শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় মো. মুছা (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা।
র্যাব-৭ এর টেকনাফ ১ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহাতাব(এক্স) বিএন জানান, মঙ্গলবার বিকাল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম টেকনাফ সদরের লেঙ্গুরবিল বড় মাদ্রাসার সামনে প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশায় তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ টেকনাফ সদরের ২নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. মুসাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি টাকা। উদ্ধার ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া একই দিনে টেকনাফে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার (বিএন) আব্দুল্লাহ আল মারুফ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, টেকনাফের স্থলবন্দর এলাকার চাকাজোড়া খালের পাশে চোরাকারবারীরা একটি ইয়াবার বড় চালান পাচারের জন্য অপেক্ষা করছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন সিজি আউট পোস্ট টেকনাফের স্থলবন্দর চাকাজোড়া এলাকায় বিশিষ অভিযান পরিচালনা করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পাশের জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
বিডি প্রতিদিন/৭ আগষ্ট ২০১৮/হিমেল