নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে শামীম হোসেন (২৫) নামে এক সিভিল প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে ইউনিয়নের দুহুলী দোনদরি গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
শামীম ওই গ্রামের মৃত কাশেম আলী ছেলে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/৭ আগষ্ট ২০১৮/হিমেল