প্রাইভেট পড়তে আসা তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পটুয়াখালী জেলার গলাচিপায় আটক মাদ্রাসা শিক্ষক মো. খলিল মৃধা (৫০)'কে জেলহাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, ১০ বছর বয়সী ওই ছাত্রী সহপাঠীদের সঙ্গে প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের খলিল মাস্টারের ভাড়াটে বাসায় প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ানো শেষে খলিল মাস্টার কৌশলে আলাদা একটি কক্ষে নিয়ে ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকারে অভিভাবকরা ছুটে এসে খলিল মাস্টারকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৮/মাহবুব