ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের গড়িয়ালা গ্রামে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বছরের শিশু বাঁধনের মৃত্যু হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটে। শিশু বাঁধন ওই গ্রামের হাসানুজ্জামানের ছেলে।
সদর থানার ওসি শেখ ইমদাদুল হক জানান, প্রতিবেশি বাচ্চু মিয়া তার মুরগীর খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে শিয়াল মারার ফাঁদ পাতে। সকালে বিদ্যুতের সুইচ বন্ধ করেনি। এতে শিশুটি সকালে খেলতে খেলতে ওই খামারে যায়। সেখানে সে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এ ঘটনায় পুলিশ খামারের মালিক বাচ্চুকে আটক করেছে।
বিডি প্রতিদিন/১০ আগষ্ট ২০১৮/হিমেল