বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আমলকী এলাকায় পারিবারিক কলহের জেরে শনিবার সকালে মো. ইউনুস আলী হাওলাদার (৭৫) নামে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীকে তার ছেলে জবাই করে হত্যা করেছে। পরে স্থানীয়রা পিতার হত্যাকারী ছেলে লাল মিঞা হাওলাদারকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঠাকুর দাস জানান, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে বাবা-ছেলের মধ্যে পারিবারিক কিছু বিষয় নিয়ে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলে লাল মিঞা ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে জবাই করে হত্যা করে। এ সময়ে পরিবারের সদস্যদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা ওই বাড়িতে এলে ইউনুসের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এক পর্যায়ে লাল মিঞা পালানোর চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। নিহত ইউনুস আলী হাওলাদার নিশানবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ছিলেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পঠিয়েছে।
বিডি-প্রতিদিন/ই-জাহান