সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রেসক্লবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে বক্তৃতা করেন, সাবেক সভাপতি অধ্যাপক মোশারেফ হোসাইন, শেখ আহসানুল করিম, প্রেসক্লাবের সহ-সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, অর্থ সম্পাদক শেখ ইয়ামিন আলী, শেখ শওকত হোসেন, এস এম শামছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠ রোধের জন্য বিভিন্ন সময়ে চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এখনও তা সফল হবে না। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িতদের আটক করে শাস্তির দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম