লক্ষ্মীপুরের রামগঞ্জে নতুন এক হাজার উপকারভোগীর মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবার আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এসব বই বিতরণ করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার রিজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারী, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, সমাজ সেবা কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/১১ আগষ্ট ২০১৮/হিমেল