'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে পার্বতীপুর প্রেসক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি শাম হায়দার, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাবেক সভাপতি আবদুল কাদির, সোহেল সানী, এমএ আলম বাবলু, এমএ জলিল সরকার, সমকালের মাহমুদুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
বিডি প্রতিদিন/১১ আগষ্ট ২০১৮/হিমেল