বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মশিউর রহমান (২০) নামে বখাটেকে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার রাতে উপজেলার বিহার ইউনিয়নের আলীগ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার কর। মশিউর রহমান সেই গ্রামের হারুন উর রশিদের ছেলে। সে স্থানীয় আলীগ্রাম আলিম মাদ্রাসা থেকে গতবার দাখিল পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়।
বগুড়ার শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) জাহিদ হোসেন মন্ডল জানান, মশিউর রহমান দীর্ঘদিন ধরেই একই মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গত ৮ আগস্ট মাদ্রাসা ছুটির পর মেয়েটিকে একা পেয়ে রাস্তার মধ্যে জাপটে ধরে। বিষয়টি বাড়িতে জানালে মেয়েটির বাবা শুক্রবার রাতে মশিউর রহমানকে আসামী করে থানায় মামলা করেন। পরে রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, শনিবার দুপুরে মশিউর রহমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর