দুর্নীতিমুক্ত দেশ গড়তে জনমত গঠনের লক্ষ্যে মানববন্ধন করেছে বগুড়া জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি। শনিবার বেলা ১১টায় শহরের সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দুর্নীতি দমন প্রতিরোধ বগুড়া জেলা সমন্বয় কমিটির সহ-সভাপতি মাহফুজ আরা মিভার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সদস্য বিনয় কুমার দাস বিশু, সঞ্জু রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রত্যেকটি সরকারি কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি থেকে সরে আসতে হবে। আর তা হলেই দেশের মানুষ দুর্নীতি থেকে মুক্তি পাবে। দেশের প্রতিটি সেক্টরে বিশেষ করে মাছে, সব্জিতে ফর্মালিন, জীবন রক্ষাকারী ওষুধে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধে বাজার সয়লাব হওয়ায় জনস্বাস্থ্য আজ হুমকির মুখে পড়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে দেশের সর্বস্তরের মানুষকে সচেতন হয়ে প্রতিবাদ করতে হবে। আর তা হলেই দুর্নীতিমুক্ত দেশ গড়তে সক্ষম হতে পারবো।
বিডি প্রতিদিন/এনায়েত করিম