দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দিরসহ বীরগঞ্জ-কাহারোলের বিভিন্ন ধর্মীয় এবং সেবামূলক প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাজশাহী ভারতীয় দূতাবাসের উপ-সহকারী হাই কমিশনার এ কে মিশ্র।
শনিবার সকাল ১০টায় দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত উপমহাদেশের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি সেবামূলক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান দীপ্ত জীবন ফাউন্ডেশন, সঞ্চিয়তা শিক্ষা নিকেতন, কৈনগর মন্দির, বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গীতা আশ্রম এবং মোহাম্মপুর ইউনিয়নের গোধুলী বৃদ্ধাশ্রম পরিদর্শন করেন।
এ সময় ভারতীয় উপসহকারী হাই কমিশনার এ কে মিশ্র এর সাথে ছিলেন তার সহধর্মীনি মিসেস অঞ্জনা মিশ্র, জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী মামুন, দিনাজপুর জেলা পরিষদ সদস্য এবং বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর, বীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, কাহারোল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ডাঃ রাজেন্দ্র দেবনাথ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ই-জাহান