পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)। ওই সমাবেশ থেকে হামলাকারিদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সেইসঙ্গে হামলার শিকার সাংবাদিকদের ক্ষতিপূরণসহ চিকিৎসা ব্যয়ভার সরকারকে বহনেরও দাবি জানানো হয়।
শনিবার বগুড়া প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব জি এম সজল, নির্বাহী সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, মিলন রহমান, মোহন আখন্দ, চপল সাহা, কমলেশ মোহন্ত সানু, মাসুদুর রহমান রানা, এসএম কাওসার প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম