বান্দরবান জেলা শহরের ৪নং ওয়ার্ডের মারমা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় জনতা আগুন নেভানোর কাজে অংশ নেয় এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে বলতে না পারলেও শতাধিক বাড়ি এবং কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশংকা করছেন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম